জো বাইডেন
গেল রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে একটি সাদা পাউডার জাতীয় পদার্থের সন্ধান পাওয়া গেছে। যা প্রথম নজরে পড়ে ওয়াশিংটনের দমকল এবং জরুরি বিভাগের কর্মীদের। যেটিকে কোকেন বলেই সন্দেহ করা হয়। মঙ্গলবার পরীক্ষার পর তা নিশ্চিত করা হয়েছে।
ওয়েস্ট উইং প্রেসিডেন্ট জো বাইডেনের থাকার জায়গায় ঠিক পাশেই। এখানেই রয়েছে ওভাল অফিস, ক্যাবিনেট রুম এবং প্রেস বক্স। প্রেসিডেন্ট এবং তার দপ্তরের কর্মকর্তাদের কর্মক্ষেত্র হিসেবেই চিহ্নিত এই ওয়েস্ট উইং। স্বাভাবিকভাবেই এই কোকোন উদ্ধারের ঘটনায় ভ্রু কুঁচকেছেন সকলেই।
প্রতিদিন শয়ে শয়ে কর্মচারী হোয়াইট হাইসের এই ওয়েস্ট উইংয়ে যাতায়াত করেন। ফলে কে বা কারা এই কোকেন জাতীয় পদার্থ ভিতরে নিয়ে এসেছে, তা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদার্থটি কোকেন বলেই নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার জন্য সেটি পাঠানো হয়। ফলে আপাতত বন্ধ করে দেওয়া হোয়াইট হাউস কমপ্লেক্স।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা বিষয়টি প্রেসিডেন্টকে জানানো হয়েছে। তিনিও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
সূত্র: এই সময়
এসআর