ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

প্রযোজকের সঙ্গে রিসোর্টে যেতে না চাওয়ায় সিনেমা থেকে বাদ নায়িকা

প্রকাশিত: ১৫:৫৭, ২৬ জুন ২০২৩

প্রযোজকের সঙ্গে রিসোর্টে যেতে না চাওয়ায় সিনেমা থেকে বাদ নায়িকা

দর্শনা বণিক

নায়ক আদর আজাদের বিপরীতে ‘লিপস্টিক’ নামে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল টলিউডের অভিনেত্রী দর্শনা বণিকের। কিছু মাস আগেই এই ছবির নাম ও নায়ক-নায়িকার কথা ঘোষণা করা হয়েছিল। এরপরই জানা যায়, ভিসা জটিলতার কারণে বাংলাদেশের সেই ছবিতে থাকছেন না দর্শনা। 

এই খবর জানিয়েছেন সিনেমার চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু। এরপর আরও জানানো হয়, দর্শনার পরিবর্তে সিনেমাতে অভিনয় করবেন বাংলাদেশেরই অভিনেত্রী পূজা চেরি। সে কথাও মিডিয়াকে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ জহির বাবু।

এরপরেই সম্প্রতি দর্শনা বণিক জানান, ভিসা নিয়ে কোনো জটিলতা নেই। আব্দুল্লাহ জহির বাবু তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। যা তিনি ফিরিয়ে দিয়েছেন। এরপর তাকে না জানিয়েই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে জানায় দর্শনা। 

অভিনেত্রী বলেন, আমি এই ছবিতে থাকছি না, এটাও পরিচালক বা তাদের পক্ষ থেকে কেউ জানায়নি আমাকে। আমি মিডিয়ার নিউজ দেখে জানতে পারলাম যে, ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। তারা আমাকে কিছুই জানাননি। এরপর ২৮ মে আমি তাকে মেসেজ করেছিলাম আপডেট জানার জন্য। সে সময় তিনি আমাকে প্রযোজকের পক্ষ থেকে রিসোর্টে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, যেটা আমি সরাসরি নাকচ করি। এরপর তারা কেউ আমাকে আর কিছুই জানায়নি। এই বিষয়টা আমি আশা করিনি।

দর্শনার দাবি, তার ভিসার আবেদনই করা হয়নি। তবে তিনি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে চান না। তবে নায়িকার কথা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কী সেই ঘটনার ভিত্তিতেই কি তাকে ছবি থেকে সরিয়ে দেওয়া হলো?

এই বিষয়ে আব্দুল্লাহ জহির বাবু বলেন, এটা তো আসলে জোকস ছিল। আমি মজা করছিলাম। এটা তো স্ক্রিনশটেই রয়েছে। আমার প্রযোজক তো তাকে চেনেনই না। দেখেইনি।

এই ছবির হাত ধরেই ফের মেলার কথা ছিল দুই বাংলার, তবে তার আগেই ঘটে যায় নিন্দনীয় ঘটনা। সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। আগামী ২০ জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা। জানা গেছে, দর্শনার বদলে বাংলাদেশের নায়িকা পূজা চেরি এই ছবিতে অভিনয় করছেন। নায়কের ভূমিকায় দেখা যাবে আদর আজাদকে।

সূত্র: জি নিউজ

এসআর

×

শীর্ষ সংবাদ:

ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, মানতে বাধ্য ভারত: ড. ইউনূস
আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে