ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হজে যাওয়া মুসল্লিদের দিকনির্দেশনায় বহুভাষী রোবট

প্রকাশিত: ১৮:২৭, ২১ জুন ২০২৩; আপডেট: ১৮:২৯, ২১ জুন ২০২৩

হজে যাওয়া মুসল্লিদের দিকনির্দেশনায় বহুভাষী রোবট

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে হজ পালনে যাওয়া মুসল্লিদের বিভিন্ন দিকনির্দেশনা বহুভাষী রোবট। এই রোবট কথা বলছে বাংলাসহ মোট ১১টি ভাষায়।

গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথম কাজ শুরু করলো বহুভাষী রোবট। বিভিন্ন ভাষায় হাজিদের সমস্ত প্রশ্নের ঠিক ঠিক জবাব দিচ্ছে রোবটগুলো। মূলত হজ পালন সহজতর করতেই কৃত্রিম বুদ্ধিমত্তার নানা ধরনের রোবট ব্যবহার করছে সৌদি প্রশাসন। 

মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে হাজিদের যাতায়াতসহ নানা বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি হজের আচার-আনুষ্ঠানিকতার কথাও স্মরণ করিয়ে দিচ্ছে এই রোবটগুলো।

অবিকল মানুষের মতো হাত নেড়ে কথাও বলছে বিভিন্ন ভাষায়। এমনকি ইসলামিক স্কলারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ব্যবস্থাও করে দিচ্ছে। মূলত হজের নানা আনুষ্ঠানিকতা পালন সহজ করতেই অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে সৌদি প্রশাসন।

বহুভাষী এই রোবট আরবি ছাড়াও বলতে পারে আরও ১০টি ভাষা। বাংলা, ইংরেজি, ফরাসি, রুশ, পার্সি, তুর্কি, মালয়, উর্দু, চীনা এবং হাউসা ভাষায় দিকনির্দেশনা দিতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রতিটি রোবটের টানা আট ঘণ্টা সেবা দেয়ার সক্ষমতা রয়েছে।

এমএম

সম্পর্কিত বিষয়:

×