ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত

প্রকাশিত: ১৮:০৩, ১৩ জুন ২০২৩

সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত

হেলিকপ্টার দুর্ঘটনা।

সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১১ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 

জানা যায়, গত রবিবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তবে এ দুর্ঘটনার কারণ জানায়নি মার্কিন বাহিনী। 
 
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছেন, ‘হেলিকপ্টার দুর্ঘটনার পর আহত ১০ জন সেনা সদস্যকে ওই অঞ্চলের বাইরে ভালো চিকিৎসা সেবা সম্পন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ গোলাগুলির কোনো খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।’
 
সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা সদস্য মোতায়েন রয়েছে। আর এ সেনাদের বেশিরভাগই ইসলামিক স্টেটের অবশিষ্টাংশের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে দেশটির পূর্বাঞ্চলে অবস্থান করছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে সিরিয়ায় হামলায় ২৫ মার্কিন সেনা আহত হয়। 

সূত্র: রয়টার্স।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×