সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণ।
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ ২৭ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৯ জুন) রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওল শহরের কাছে এ বিস্ফোরণ ঘটে।
কোরিওলেই জেলার উপ-প্রশাসক আব্দি আহমেদ বলেছেন, কোরিওলেই শহরের কাছে ভয়াবহ এই ঘটনা ঘটে। শিশুরা মর্টারের অবিস্ফোরিত একটি গোলা নিয়ে খেলছিল। এ সময় একটি গোলা বিস্ফোরিত হয়।
জানা যায়, অঞ্চলটি আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে সমর্থিত সোমালি ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছে আসছে তারা। তবে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
এর আগে গত মাসে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সংগঠনটি কোরিওলি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের শহর বুলো মাররে আফ্রিকান ইউনিয়নের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫৪ উগান্ডার শান্তিরক্ষীকে হত্যা করেছিল।
সূত্র: এসওএনএনএ।
এম হাসান