ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

হ্যারি-মেগানের বিচ্ছেদের গুঞ্জন

প্রকাশিত: ২২:১৭, ২ জুন ২০২৩

হ্যারি-মেগানের  বিচ্ছেদের গুঞ্জন

.

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি তার আলোচিত স্ত্রী মেগান মেরকেলের মধ্যে বিচ্ছেদ হতে পারে বলে গুঞ্জন উঠেছে। যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেগান ক্যালি জানিয়েছেন, এই গুঞ্জনটিসত্যি হওয়ার সম্ভাবনাআছে। পাঁচ বছর আগে অনেকটা নিজ ইচ্ছায় মার্কিন অভিনেত্রী মেগান মেরকেলকে বিয়ে করেন প্রিন্স হ্যারি। মেগানের সঙ্গে ঘর বাঁধার পর নিজ পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় হ্যারির। এমনকি একটা সময় সব রাজ দায়িত্ব ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। গত সপ্তাহে পরিচয় গোপন রেখে একটি সূত্র প্রথমে খবরটি সামনে আনে।

সূত্রটি জানায়, মেগানের সঙ্গে পঞ্চম বিয়ে বার্ষিকীর আগে হ্যারি একজন ডিভোর্স আইনজীবিকে ডাকেন। আর ওই সূত্রটি ব্রিটিশ রাজ পরিবারের খুব কাছের ব্যক্তি। মেগান হ্যারির মধ্যে বিচ্ছেদের গুঞ্জনের বিষয়টি অনেকের কাছে বেশ বড় ধাক্কা হিসেবেই এসেছে। তবে তাদের মধ্যে অনেক দিন ধরেই একটা দূরত্ব চলছে বলে ধারণা করছেন অনেকে। কারণ গত ১৯ মে তাদের পঞ্চম বিয়ে বার্ষিকী ছিল। কিন্তু এদিন নিয়ে কোনো কথাই শোনা যায়নি। তাদের কেউই একটি ছবিও প্রকাশ করেননি বা শুভেচ্ছা বার্তাও পাঠাননি। ছাড়া গত বছর বড়দিনেও কোনো পারিবারিক ছবি প্রকাশ করেননি যুগল। বছরের জানুয়ারিতে প্রিন্স হ্যারি তার বিতর্কিত আত্মজীবনীস্পেয়ারপ্রকাশ করেন। এই আত্মজীবনীর প্রায় সব প্রচারের কাজ একাই করেছেন হ্যারি। তার সঙ্গে মেগানকে একবারের জন্যও দেখা যায়নি। -খালিজ টাইমস

×