একটি সিগার নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের ধূমপান করা একটি সিগার নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। ৮০ বছর আগের ধূমপান করা এই সিগারের দাম আশা করা হচ্ছে ৯০০ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ৮০ বছর আগে স্যার উইনস্টন চার্চিলের ধূমপান করা একটি সিগার একটি কাচের বয়ামে পাওয়া গেছে এবং এখন সেটি নিলামে বিক্রি করা হবে। অর্ধ-ধূমায়িত এই সিগারটি মূলত ১৯৪৪ সালে রাবাতে একজন কনসাল জেনারেলকে দিয়েছিলেন ব্রিটেনের সেসময়কার যুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।-স্কাই নিউজ