ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তোলা নারী রুশ নাগরিকত্ব চান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ৩১ মে ২০২৩

বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তোলা নারী রুশ নাগরিকত্ব চান

তারা রিড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা সেই নারী রাশিয়ার নাগরিকত্ব চান। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় বাইডেনের বিরুদ্ধে ওই অভিযোগ সামনে এনেছিলেন তিনি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেনকে যৌন নিপীড়নের জন্য অভিযুক্ত করা এক নারী মঙ্গলবার মস্কোতে হাজির হয়েছেন। সেখানে তিনি বলেছেন, তাকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অনুরোধ করছেন তিনি। এএফপি বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা ওই নারীর নাম তারা রিড। তিনি ১৯৯৩ সালে বাইডেনের কংগ্রেসনাল অফিসে অল্প সময়ের জন্য কাজ করেছিলেন। রিড বলছেন, যুক্তরাষ্ট্রের একজন রিপাবলিকান আইনপ্রণেতা তাকে শারীরিক বিপদে আছেন বলে জানানোর পর তিনি এখন থেকে রাশিয়ায় থাকতে চান।

×