ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টাইটানিকে ‘নেকলেস’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ২৯ মে ২০২৩

টাইটানিকে ‘নেকলেস’

টাইটানিকের ধ্বংসাবশেষে একটি নেকলেসের সন্ধান পাওয়া গেছে

টাইটানিকের ধ্বংসাবশেষে একটি নেকলেসের সন্ধান পাওয়া গেছে। ১০০ বছরের বেশি সময় ধরে আটলান্টিকের তলদেশে পড়ে আছে টাইটানিকের ধ্বংসাবশেষ। গভীর সমুদ্র ম্যাপিং কোম্পানি ম্যাগেলান টাইটানিকের ধ্বংসাবশেষে এ গয়নার ছবি ধারণ করেছে। গয়নাটি প্রাক্-ঐতিহাসিক যুগের মেগালোডন হাঙরের দাঁত দিয়ে তৈরি। ত্রিমাত্রিক স্ক্যানের মাধ্যমে প্রথমবারের মতো টাইটানিকের পুরো ধ্বংসাবশেষের চিত্র তৈরির অংশ হিসেবে নেকলেসটির ছবি তোলা হয়েছে। -বিবিসি

×