ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশি গ্রেপ্তার

প্রকাশিত: ১৯:৫৮, ১০ মে ২০২৩

পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশি গ্রেপ্তার

শাহ মেহমুদ কুরেশি।  

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ। এছাড়া পিটিআই মহাসচিব আসাদ উমরকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ, ১৯৬০-এর ৩ নম্বর ধারায় কুরেশিকে ১৫ দিনের জন্য হেফাজতে নেয়া হয়েছে। কুরেশি ও উমরকে ইসলামাবাদে সচিবালয় থানায় স্থানান্তরিত করা হয়েছে। পিটিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরীকেও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এমএম

সম্পর্কিত বিষয়:

×