ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আট দিনের রিমান্ডে ইমরান খান

প্রকাশিত: ১৮:২৩, ১০ মে ২০২৩

আট দিনের রিমান্ডে ইমরান খান

ইমরান খান। ফাইল ছবি।

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১০ মে) পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের প্রেক্ষিতে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত। এনএবি ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করলে আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (৯ মে) ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে হেফাজতে নেয় রেঞ্জার্স সদস্যরা।

এদিকে ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেপ্তার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেয়া হয়।
 

এমএম

×