ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস

প্রকাশিত: ১৭:২৩, ৬ মে ২০২৩; আপডেট: ১৭:২৯, ৬ মে ২০২৩

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস

রাজা তৃতীয় চার্লসের শপথ

আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস। স্থানীয় সময় শনিবার ওয়েলবিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাজা পবিত্র গসপেলের উপর হাত রাখেন এবং আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণ্ন রাখার শপথ নেন।

শপথের আগে রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান তারা।

শপথ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত ছিলেন। তাদের জন্য সেন্ট্রাল লন্ডনে ছিল ব্যাপক নিরাপত্তা। অভিষেক অনুষ্ঠানে প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, যিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার একটি বাণিজ্যিক ফ্লাইটে এসে পৌঁছান। টনি ব্লেয়ার, লিজ ট্রাস, বরিস জনসনসহ বেশ কয়েকজন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত হয়েছেন।

 

এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস যুক্তরাজ্যের রাজা নির্বাচিত হন। আর আজ শনিবার তার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। 

সূত্র: বিবিসি।

এমএইচ

×