উদ্ধার কাজ চলছে
ইউক্রেনের কিয়েভে ফের রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় রাশিয়া এ হামলা চালানো হয়।
জানা যায়, সন্ধ্যায় রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি ড্রোন রিজিশচিভ শহরে দুটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে জানানো হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে একটি রুশ ড্রোন হামলা চালানো হয়। হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন।
এমএইচ