বিচারাধীন এক কারাবন্দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল হাসপাতালে
বিচারাধীন এক কারাবন্দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল হাসপাতালে। দায়িত্বে ছিলেন চার পুলিশ সদস্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফেরার পথে বন্দিকে নিয়ে শপিংমলে যান ওই পুলিশ সদস্যরা। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভারতের লক্ষৌ শহরের এ ঘটনায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাময়িকভাবে তাদের বরখাস্তও করা হয়েছে। -এনডিটিভি