ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

 মঙ্গলে হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান

প্রকাশিত: ২১:০২, ১৯ মার্চ ২০২৩

 মঙ্গলে হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান

.

মঙ্গলগ্রহে একটি প্রাচীন হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান মিলেছে। ফলে সেখানে এখনো পানির কিছু গঠন রয়েছে। লাল এই গ্রহটিতে একদিন মানুষ পা ফেলবে বলেও আশা করা হচ্ছে। রবিবার এক প্রতিবেদনে বলা হয়, বরফের বিশাল অংশ সেখানে এখন আর নেই। কিন্তু বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের ইকুয়েটরিয়াল অঞ্চলের ওই জায়গায় এক সময় হিমবাহের অস্তিত্ব ছিল তার সন্ধান পেয়েছেন।

সেখানে যা জমে রয়েছে তাতে সাধারণত হাল্কা রঙের সালফেট লবণ থাকে। গবেষণা দলটি হিমবাহের অভ্যন্তরে তৈরি ক্রেভাস ক্ষেত্র বা ডিপ ওয়েডজ-আকৃতির খোলা অংশও দেখেছে। টেক্সাসের দ্য উডল্যান্ডসে ৫৪তম চন্দ্র-গ্রহ বিজ্ঞান সম্মেলনে মঙ্গলগ্রহের এসব সন্ধানের তথ্য প্রকাশ করা হয়। -সিএনএন

×