ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

প্রকাশিত: ২১:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি বলেছে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ভূপৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। 

হোক্কাইডোর দু’টি পৌরসভায় ভূমিকম্পটি জাপানের ৭ পয়েন্টের রিখটার স্কেলে ৫ এর নিচে ছিল বলে জানিয়েছে এনআইইডি।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, সাধারণত এমন মাত্রার ভূমিকম্পে তাক থেকে আসবাবপত্র ও সরঞ্জাম পড়ে যায়। অনেক আসবাবপত্র নির্ধারিত স্থান থেকে সরে যেতে পারে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×