ক্লাস রুম। ছবি: ইন্টারনেট থেকে
ঘটনাটি গেল বছরের ডিসেম্বরের। সম্প্রতি সেই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পরই কঠোর পদক্ষেপ নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গেল ৬ ডিসেম্বর বিএস ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সারপ্রাইজ় কুইজের আয়োজন করেছিলেন ইংরেজির এক শিক্ষক। সেখানে একটি প্রতিবেদন লিখতে দেয়া হয়েছিল।
সেই প্রতিবেদনের বিষয় ছিল, এক ফরাসি ভাই-বোনের যৌন সম্পর্ক নিয়ে। গ্রীষ্মের ছুটিতে তারা সমুদ্রে বেড়াতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। এই ঘটনাটি তুলে ধরে শিক্ষকের প্রশ্ন ছিল, এই ধরনের সম্পর্কে কি জড়ানো উচিত? কী মনে হয় তোমাদের?
এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই ৫ জানুয়ারি তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয়। ওই ইংরেজি শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই-ই নয়, ওই শিক্ষক আর কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারবেন না বলেও নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাভিদ খান জানিয়েছেন, ঘটনাটি সত্যি। বিশ্ববিদ্যালয় শিক্ষককে বরখাস্ত করেছে। তদন্তকারী কমিটির কাছে শিক্ষক দাবি করেছেন, একটি কেস স্টাডি থেকে ওই অনুচ্ছেদটি কপি-পেস্ট করেছিলেন। এ কাজ করার আগে অনুচ্ছেদটি ঠিক মতো পড়ে দেখেননি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এসআর