ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইউক্রেনে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

প্রকাশিত: ১৬:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৩

ইউক্রেনে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

জো বাইডেন ও জেলেনস্কি

ইউক্রেনে ও রাশিয়ার যুদ্ধ শুরুর পর এবার হঠাৎ করেই কিয়েভ সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা যায় তাকে। এ সময় বাইডেনকে অভ্যর্থনা জানান জেলেনস্কি। তাদের সাক্ষাৎ এর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। 

এর আগে তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করেন।

কিয়েভ সফর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস।

বাইডেন বলেন, ‘বিশ্ব যখন ইউক্রেনে রাশিয়ার নৃশংস আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে, আমি তখন কিয়েভে এসেছি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে এবং ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে।’

তিনি বলেন, ‘কিয়েভে আমি ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন নিয়ে একটি বর্ধিত আলোচনার জন্য রাষ্ট্রপতি জেলেনস্কি এবং তার দলের সঙ্গে দেখা করছি। ইউক্রেনীয় জনগণকে বিমান বোমা হামলা থেকে রক্ষা করতে সাহায্য করার জন্য আমি আর্টিলারি গোলাবারুদ, অ্যান্টি-আরমার সিস্টেম এবং বিমান নজরদারি রাডারসহ আরও একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহের ঘোষণা করব।’

তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র অভূতপূর্ব সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা দিয়ে ইউক্রেনকে রক্ষা করতে সাহায্য করার জন্য আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত দেশগুলোর একটি জোট তৈরি করেছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রেসিডেন্ট ডুডা এবং আমাদের ইস্টার্ন ফ্ল্যাঙ্ক মিত্রদের নেতৃবৃন্দের সাথে দেখা করার জন্য পোল্যান্ডে ভ্রমণের পাশাপাশি ইউক্রেনের জনগণ এবং মানুষের মূল মূল্যবোধকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে বিশ্বব্যাপী সমাবেশ চালিয়ে যাবে সে বিষয়ে মন্তব্য করার জন্যও উন্মুখ হয়ে আছি। জাতিসংঘের সনদে অধিকার এবং মর্যাদা যা আমাদের বিশ্বব্যাপী একত্রিত করে।’

সূত্র: আলজাজিরা। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×