ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তুরস্কে ভূমিকম্পে ১৩ দিনে শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: ১৭:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে ভূমিকম্পে ১৩ দিনে শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ১৩তম দিনে তুরস্কের ধ্বংসস্তূপ থেকে শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটিতে এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে। 

হাতায় প্রদেশের রাজধানী আন্তাকিয়ার কানাটলি অ্যাপার্টমেন্ট ব্লকের নীচে ২৯৬ ঘণ্টা চাপা থাকার পরে উদ্ধার হওয়া পুরুষ, নারী এবং শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

ফুটেজে দেখা গেছে, একজন পুরুষ ও একজন নারীকে স্ট্রেচারে করে একটি অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। তাদের পাশে এক শিশুর চিকিৎসা করতে দেখা গেছে চিকিৎসকদের।

তুর্কি টেলিভিশন টিআরটি জানিয়েছে, একই বিল্ডিং থেকে সম্ভাব্য অন্যান্য উদ্ধারের জন্য অ্যাম্বুলেন্সগুলি প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানে ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্প। এতে নিহতের সংখ্যা মধ্যে ৪৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মারা গেছে ৩৯ হাজার ৬৭২ জন এবং সিরিয়ায় মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮০০ জনের।

সূত্র: আলজাজিরা। 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×