ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৫৩

প্রকাশিত: ১৭:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

সিরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৫৩

সিরিয়ায় হামলা

ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সিরিয়ায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। 

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে গতকাল শুক্রবার হামলার ঘটনা ঘটে বলে শনিবার (১৮ ফেব্রুয়ারি) জানিয়েছে দেশটির বার্তা সংস্থা। এ ঘটনায় আইএস’কে দায়ী করেছে সিরীয় সরকার।

জানা যায়, হোমস প্রদেশের পূর্বে আল-সোখনা শহরের দক্ষিণ-পশ্চিমে আইএস জঙ্গিরা এ হামলা চালায়। নিহতরা মরুভূমিতে ট্রাফল সংগ্রহে গিয়েছিলেন। ট্রাফল হলো একধরনের দামি মাশরুম জাতীয় খাবার। নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক নাগরিক এবং সাতজন সেনা সদস্য রয়েছেন। আহত পাঁচজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেঁচে যাওয়া একজন বলেছেন, আইএস জঙ্গিরা তাদের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায়স্বীকার করেনি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানে ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্প। এতে নিহতের সংখ্যা মধ্যে ৪৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মারা গেছে ৩৯ হাজার ৬৭২ জন এবং সিরিয়ায় মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮০০ জনের।

সূত্র: আলজাজিরা। 
 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×