ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ ছাড়াল 

প্রকাশিত: ১৪:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১৮:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ ছাড়াল 

ভয়াবহ ভূমিকম্প

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫০০ ছাড়িয়ে গেছে।ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮ । এখনো উদ্ধার কাজ চলছে । ধ্বংসস্তূপে আটকা আছে আরও বহু মানুষ।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতেই জানিয়েছেন, তুরস্কে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৯১২। উদ্ধারকাজে নামানো হয়েছে এয়ারক্রাফট। 

অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে, ভূমিকম্পের আঘাতে ৫৮২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বহু মানুষ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে লেবানন ও সাইপ্রাসেও।

সোমবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের আঘাত হানার বিষয়টি নিশ্চিত করে। ভোরের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। 

সূত্র: রয়টার্স, বিবিসি

 

টিএস

সম্পর্কিত বিষয়:

×