ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১৩ বছরের বালকের গুলিতে দুই ইসরায়েলি আহত

প্রকাশিত: ২১:৩৬, ২৮ জানুয়ারি ২০২৩

১৩ বছরের বালকের গুলিতে দুই ইসরায়েলি আহত

ছবি: সংগৃহীত।

জেরুজালেমে ১৩ বছর বয়সী এক বালকের গুলিতে আহত হয়েছেন দুই ইসরায়েলি নাগরিক। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের জরুরি উদ্ধার প্রতিক্রিয়া বিভাগের মুখপাত্র জানিয়েছেন, শনিবারের (২৮ জানুয়ারি) এই হামলায় ৪৭ বছর বয়সী বাবা এবং তার ২৩ বছর বয়সী পুত্র গুরুতর আহত হয়েছেন। তাদের শরীরের ওপরের অংশে গুলি লেগেছে।

ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র স্থানীয় আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। 

তিনি বলেন, ১৩ বছর বয়সী ওই ফিলিস্তিনি হামলাকারীকে পরে নিরস্ত্র করা হয় এবং সে আহত হয়েছে।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×