ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন পাকিস্তান 

প্রকাশিত: ২১:১০, ২৩ জানুয়ারি ২০২৩

গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন পাকিস্তান 

বিদ্যুৎহীন শহর‌। ছবি: ইন্টারনেট থেকে

খাদ্য সঙ্কটের মধ্যেই এবার বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তানে। জাতীয় গ্রিড বিপর্যয়ে একাধিক এলাকা আচমকাই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

সোমবার (২৩ জানুয়ারি) কোয়েটাসহ বালোচিস্তানের ২২টি জেলায় বিদ্যুৎ পরিষেবা নেই। সেই সঙ্গে লাহোর, করাচির বিভিন্ন এলাকাও বিদ্যুৎহীন। ইসলামাবাদে ১১৭টি গ্রিড স্টেশনে বিদ্যুৎ পরিষেবা নেই। বিভ্রাট ঘটেছে পেশোয়ারেও।

পরিষেবা স্বাভাবিক করতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বাস দিয়েছে সে দেশের বিদ্যুৎ মন্ত্রণালয়।

পাকিস্তানের বিদ্যুৎ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিডে প্রযুক্তিগত ত্রুটির খবর পাওয়া গেছে। এর জেরে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। 

এক খবরে ডন জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির প্রভাব পড়েছে ইসলামাবাদের ১১৭টি গ্রিড স্টেশনে। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে।

এর আগেও পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল। ২০২১ সালে যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণ পাকিস্তানের সিন্ধ প্রদেশে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছিল। একদিন পর ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছিল।

 সূত্র: ডন, আনন্দবাজার পত্রিকা

 এসআর

সম্পর্কিত বিষয়:

×