মেট্রোরেলে নাচছেন তরুণী।
মেট্রোরেলের সিটের ওপর উঠে এক তরুণীর নাচের কারণে ক্ষুব্ধ হয়েছেন সাধারণ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে ভারতের নয়া দিল্লির মেট্রো ট্রেনে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক তরুণী দিল্লি মেট্রোর ট্রেনের ভেতরের হাতল ধরে ঝুলছেন। আবার সিটের ওপর উঠে নাচছেন তিনি। যা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।
অনেক আবার তার এ কর্মকাণ্ড ইতিবাচক হিসেবে দেখছে। কেউ কেউ আবার কড়া সমালোচনাও করেছে।
অনেকে বলেছেন, দিল্লি মেট্রোরেল করপোরেশনকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
দিল্লির মেট্রো আইন অনুযায়ী যদি কোনো যাত্রী রেলে উঠে মাতলামি করে, থুথু ফেলে কিংবা কারো সঙ্গে ঝগড়া করে তাহলে তাকে ২০০ রুপি জরিমানা করার বিধান রয়েছে।
অপর্ণা দেবইয়াল নামে এক তরুণী তার ইনস্টাগ্রামে সেই ভিডিওটি গত ২০২২ সালের ২৫ ডিসেম্বর প্রকাশ করেন। এখন হঠাৎ করে এটি ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে ওই তরুণীর সঙ্গে আরেকজন ছিলেন। যিনি ভিডিওটি ধারণ করেন। ভিডিওটি এখন পর্যন্ত চার লাখেরও বেশিবার দেখা হয়েছে। এছাড়া এতে লাইক দিয়েছেন ৩৮ হাজার মানুষ।
এমএম