ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন মাওবাদী নেতা পুষ্পকমল

প্রকাশিত: ২১:২০, ২৫ ডিসেম্বর ২০২২

নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন মাওবাদী নেতা পুষ্পকমল

পুষ্পকমল দাহাল

নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল। রবিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

গত মাসে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হচ্ছে।

জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।

এর আগে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে সরকার গঠনে গতকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×