ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ আটক ৪৮

প্রকাশিত: ১২:২২, ১৮ ডিসেম্বর ২০২২; আপডেট: ১২:২৫, ১৮ ডিসেম্বর ২০২২

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ আটক ৪৮

মালয়েশিয়ায় আটক অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির ণমাধ্যম মালয় মেইল। 

দেশটির অভিবাসন বিভাগের প্রধানের বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সেলানগর রাজ্যে অবৈধ বসতিতে যৌথ অভিযান চালিয়ে  তাদের আটক করে অভিবাসন ও জাতীয় নিবন্ধন বিভাগ। সেখানে ৬৩ বিদেশিকে তল্লাশির পর ৪৮ জনকে আটক করা হয়।

নির্ধারিত সময়সীমার অতিরিক্ত মালয়েশিয়ায় অবস্থান করা ও ব্যক্তিগত পরিচয়পত্র না থাকাসহ নানা অপরাধে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১২ বাংলাদেশি ছাড়াও ৩০ ইন্দোনেশিয়া, ৫ মিয়ানমার ও একজন ভিয়েতনামের নাগরিক ছিলেন। তাদের বয়স ১৮ থেকে ৫৩ বছর বলে জানা গেছে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×