ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যুক্তরাজ্যে অভিবাসীদের নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:০৫, ১৪ ডিসেম্বর ২০২২

যুক্তরাজ্যে অভিবাসীদের নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত। 

যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব উপকূলে অর্ধশতাধিক অভিবাসন প্রত্যাশীকে বহন করা একটি ছোট নৌকা ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে ডোভারের ৩০ মাইল পশ্চিমে ডাঞ্জনেসের উপকূলে ওই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাইফবোট, হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্ধারকারী দলগুলো। দুই দেশে জলসীমার মধ্যেই একটি বড় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে তারা।

এদিকে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানায়, যুক্তরাজ্যের জলসীমায় একটি ঘটনার বিষয়ে জানতে পেরেছি আমরা, এ নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তবে কতজন মারা গেছে সে বিষয়ে সরকারি কোনো সংস্থার বিবৃতি পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ তাদের সমবেদনা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাকও মর্মান্তিক দূর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন।

এমএম

সম্পর্কিত বিষয়:

×