ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

মিশিগানে বাংলাদেশিদের মাতাতে আসছেন চার তারকা 

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ১২:৪৯, ৭ ডিসেম্বর ২০২২; আপডেট: ১১:২৯, ৮ ডিসেম্বর ২০২২

মিশিগানে বাংলাদেশিদের মাতাতে আসছেন চার তারকা 

মিশিগানে বাংলাদেশিদের মাতিয়ে চার সুরেলা কণ্ঠ শিল্পী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত সংগীত প্রেমিক প্রবাসী বাংলাদেশিদের মনে প্রশান্তি দিতে একঝাঁক সুরেলা কণ্ঠ শিল্পীর সমন্বয়ে আসছে এনওয়াই মিউজিকের একটি অনন্য উপহার 'এনআরবি বিজনেস তারকা এওয়ার্ড' | আর এই এওয়ার্ড প্রদান অনুষ্ঠানেই গানে গানে প্রাণের ছোঁয়ায় প্রবাসী বাংলাদেশিদের মন আনন্দে ভরিয়ে তুলবেন বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি গায়িকা রিজিয়া পারভীন এবং উদীয়মান কণ্ঠ শিল্পী শাহ মাহবুব, রিয়া রহমান ও ত্রিনিয়া হাসান | 

আগামী ১১ ডিসেম্বরে রবিবার মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটিস্থ ৯৬৩২ করান স্টেইটের 'গেটস অব কলম্বাসের অডিটোরিয়ামে শত শত সংগীত প্রেমিক দর্শকদের সামনে হাজির হচ্ছেন ওই গুণী শিল্পীরা | অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনায় থাকবেন মিশিগানের প্রিয় মুখ সোনিয়া ও নিম্নি | মিশিগান বাংলাদেশি কমিউনিটির ব্যানারে আযোজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মিশিগানের তরুণ উদীয়মান ব্যক্তিত্ব ও রিয়েল স্টেইট্ ইনভেসেটর, ইস্টার্ন ইনভেস্টমেন্ট এর সিও নুরুল আজিম |

বলাবাহুল্য, এই এওয়ার্ড প্রদান ও গানের ভুবন অনুষ্ঠান আযোজনের মূল উদ্যোক্তা হচ্ছেন মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী সাকের হোসেন সাদেক, রুসেল আহমেদ, রায়হান আহমেদ, সেলিম আহমেদ, নাজেল হুদা, তরিক উদ্দিন ও নাঈম | আযোজকগণ প্রত্যাশা করছেন এই অনুষ্ঠানটি অত্যন্ত সফলতার মুখ দেখবে এবং এতে শত শত নারী পুরুষের উপস্থিতি ঘটবে | 

 

টিএস

×