ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ

প্রকাশিত: ১১:৪১, ৭ ডিসেম্বর ২০২২

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ

ইন্দোনেশিয়ায় বিস্ফোরণের ঘটনায়

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৭ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিম জাভা প্রদেশের বান্দুং পুলিশের কর্মকর্তা আসউইন সিপায়ুং মেট্রো টিভিকে জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশ ভবনে প্রবেশ করার পরই বিস্ফোরণ ঘটে।

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান ডেটিক.কম নামে একটি নিউজ ওয়েবসাইটকে বলেছেন, নিহত ওই ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী।

তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।

 

এমএম 

সম্পর্কিত বিষয়:

×