ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

বিপুল অর্থ ব্যয়ে নতুন পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান!

প্রকাশিত: ১৩:১৩, ৪ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৩:১৪, ৪ ডিসেম্বর ২০২২

বিপুল অর্থ ব্যয়ে নতুন পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান!

ইরান

বিপুল অর্থ ব্যয়ে নতুন আরও একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করেছে ইরান। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

ইরানের রাষ্ট্রীয় সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরান নতুন করে একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণ শুরু করেছে বলে দেশটির পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে এই নতুন পরমাণু কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।

 ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি খুজেস্তানের দারখোভিন জেলায় ৩০০ মেগাওয়াট কারুন পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ শুরুর কথা টেলিভিশনে দেয়া বক্তৃতায় ঘোষণা করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি আরও বলেন, প্ল্যান্টটি নির্মাণে সাত বছর সময় লাগবে এবং এতে ১৫০ কোটি মার্কিন ডলার থেকে ২০০ কোটি মার্কিন ডলার খরচ হবে বলে মনে করা হচ্ছে।

এমএম

সম্পর্কিত বিষয়:

×