ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

প্রকাশিত: ১৭:৫৪, ৩ ডিসেম্বর ২০২২

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ছাড়াও  আহত হয়েছেন আরও ২ জন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত তৃণমূল নেতার নাম রাজকুমার মান্না। এলাকার তৃণমূলের বুথ সভাপতি হিসাবে পরিচিত তিনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় নিহত বাকি দু’জন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার এবং দেবকুমার সম্পর্কে দুই ভাই। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার জেলার কাঁথি শহরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা রয়েছে, তার আগের রাতে সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে বিজেপির অভিযোগ করছে, ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির সময় সেটি বিস্ফোরিত হয়। 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×