ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অল্পের জন্য বেঁচে গেলেন আফগানিস্তানে নিযুক্ত পাক রাষ্ট্রদূত

প্রকাশিত: ২০:৪৭, ২ ডিসেম্বর ২০২২

অল্পের জন্য বেঁচে গেলেন আফগানিস্তানে নিযুক্ত পাক রাষ্ট্রদূত

রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তানের দূতাবাস

আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত উবায়দুর রহমান নিজামনি অল্পের জন্য গুপ্তহত্যা থেকে বেঁচে গেছেন। 

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২ ডিসেম্বর) উবায়দুর রহমান নিজামনিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

রাষ্ট্রদূত উবায়দুর রাজধানী কাবুলে অবস্থিত দূতাবাসে হাঁটতে বের হয়েছিলেন। ওই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। রাষ্ট্রদূতকে রক্ষা করতে গিয়ে ওই নিরাপত্তারক্ষী নিজের বুক পেতে তিনটি গুলি নেন। তাকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় পাকিস্তান দূতাবাসে কোনো ধরনের কার্যক্রম চলছিল না বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।  

জিও নিউজকে ওই সূত্রটি আরও জানায়, এ ঘটনার পর আফগানিস্তানে অবস্থিত পাকিস্তানের সব কূটনীতিককে সাময়িকভাবে দেশে ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। 

টুইটে তিনি লিখেছেন, পাকিস্তানের রাষ্ট্রদূতের ওপর কাপুরুষোচিত হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানাই আমি। সাহসী নিরাপত্তারক্ষীকে স্যালুট জানাই, যে  রাষ্ট্রদূতকে বাঁচাতে বুক পেতে গুলি নিয়েছে। নিরাপত্তারক্ষীর দ্রুত সুস্থতা কামনা করছি। এ জঘন্য ঘটনার তাৎক্ষণিক তদন্ত এবং যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

এমএম

×