ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আফগানিস্তানের স্কুলে বোমা হামলায় নিহত ১৫

প্রকাশিত: ২১:৩৫, ৩০ নভেম্বর ২০২২

আফগানিস্তানের স্কুলে বোমা হামলায় নিহত ১৫

আফগানিস্তানের স্কুলে বোমা হামলায় নিহত ১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে।  প্রাদেশিক মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানিয়েছেন যে, বুধবারের বিস্ফোরণে আরও অন্তত ২০ জন আহত হয়েছে।
 
ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেছেন, সামাঙ্গান প্রদেশের রাজধানী আইবাকের একটি স্কুলে বিস্ফোরণটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১৩০ মাইল) উত্তরে আইবাকের একজন চিকিৎসক বলেছেন, নিহতদের বেশিরভাগই যুবক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, 'তারা সবাই শিশু ও সাধারণ মানুষ।' তালেবান বলেছে যে তারা গত বছর দেশটি দখল করার পর থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি হামলা হয়েছে আফগানিস্তানে। যার মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে আইএস।


সূত্র:  আল জাজিরা।

 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×