ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইউনেস্কোর মূল কমিটিতে নেই রাশিয়ার রাষ্ট্রদূত

প্রকাশিত: ১৭:২৮, ২৪ নভেম্বর ২০২২

ইউনেস্কোর মূল কমিটিতে নেই রাশিয়ার রাষ্ট্রদূত

ইউনেস্কোর সদর দপ্তর

ইউনেস্কোর মূল কমিটি থেকে পদত্যাগ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। এতে প্রতিষ্ঠানটির কাজের অচলাবস্থা দূর হয়েছে। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গেছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়। এ প্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। ফলে বিশ্ব জুড়ে সাংস্কৃতিক স্থানমসূহের সংরক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কাজ বাধাগ্রস্ত হচ্ছিল।

এই কমিটির সদস্যদের কাছে মঙ্গলবার রুশ দূত আলেকজান্ডার কুজনেতসভ চিঠি পাঠিয়ে তার পদত্যাগের কথা জানান। তিনি বলেন, ইউনেস্কোয় রুশ ফেডারেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে আমি আমার মিশন সমাপ্তির কথা সম্মানের সঙ্গে জানাচ্ছি।

জাতিসংঘের একজন কূটনৈতিক জানান, তার এ পদত্যাগের ফলে কমিটি নতুন প্রেসিডেন্টকে দ্রুত নিয়োগ দিতে পারবে।
 

এসআর

সম্পর্কিত বিষয়:

×