ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চট্রগ্রাম ইউনিভার্সিটি দিবস  

যুক্তরাষ্ট্রে ৩৪ শিক্ষার্থীকে এওয়ার্ড প্রদান 

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ১৩:১৬, ২৪ নভেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রে ৩৪ শিক্ষার্থীকে এওয়ার্ড প্রদান 

চট্রগ্রাম ইউনিভার্সিটি দিবস উপলক্ষ্যে ৩৪ শিক্ষার্থীকে এওয়ার্ড প্রদান 

নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া, কৃতি শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান, কেক কাটা, স্মৃতি চারণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র চট্রগ্রাম ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন মিশিগান এর এক জাকজমকপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে |

মূলত চট্রগ্রাম ইউনিভার্সিটি দিবস উপলক্ষ্যে গত রবিবার (১১/ ২০/ ২০২২ ইং) রাতে সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ মৃধা বেঙ্গলি কালচারাল অডিটোরিয়াম আযোজিত এই জমকালো অনুষ্ঠানে সংশ্লিষ্ট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মিলন মেলায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ও দানশীল ব্যক্তিত্ব দেবাশীষ মৃধা, সংশ্লিষ্ট ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক তাহলীল আজিম চৌধুরী, হিমালয় এলএলসির ডাইরেক্টর চিনু মৃধা, ওয়াইনু মার্সি সাবেক ডাইরেক্টর এভর লস্কর, সাংবাদিক মোস্তফা কামাল, সাহেদুল হক, শাহ খালিস মিনার, ওলিউর রহমান, জাবেদ চৌধুরী, রাজিয়া প্রীতি, শতাব্দী রায়, কাজী এবাদুল ইসলাম, সুয়েব চৌধুরী, মাহমুদুর রহমান ও সানি জায়দিরগার,খলকুর রহমান, মাম্পি প্রমূখ ব্যক্তিবর্গ।

 তার আগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তেলাওয়াত, গীতা পাঠের মধ্য দিয়ে এই দিবস পালন সহ অন্যান্য কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়.অনুষ্ঠানে কেক কাটা সহ নানান বাহারি খাবারে অংশ নিয়ে ব্যাপক আনন্দ উল্লাসে মেতে উঠে সংশ্লিষ্ট ইউনিভার্সিটিতে একসময় পড়ুয়া মধ্য ও বৃদ্ধ বয়সী সহ তাদের পরিবারের সদস্যরা | অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিভারসিটিতে পড়ুয়া পিতামাতাদের সন্তান কতৃক ব্যাচেলার ও মাস্টার ডিগ্রি করা এমন ৩৪ জন শিক্ষার্থীকে এওয়ার্ড প্রদান করে এসোসিয়েশন | 

এসময় এক অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটে | এদিকে সংশ্লিষ্ট ইউনিভারসিটি এলামনাই অব মিশিগান এসোসিয়েশনের নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হলে মুহুমুহু করতালি ও হর্ষধনির মধ্য দিয়ে তাদেরকে স্বাগত জানান অতিথিবর্গ | শেষে কণ্ঠ শিল্পী সবিতা দেব ও সাফির  গাওয়া গানে গানে মাতোয়ারা হয়ে উঠে সকল অতিথিগণ | 

টিএস

×