ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চীনের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৬ 

প্রকাশিত: ১০:৫২, ২২ নভেম্বর ২০২২

চীনের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৬ 

আগুন নেভানোর চেষ্টা করছে দেশটির ফায়ার সার্ভিস

চীনের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৬ নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

চীনের সংবাদমাধ্যম জানায়, সোমবার (২১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

জানা যায়, মৃত ও নিখোঁজ ছাড়াও, দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে কারখানা কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি তারা।

এর আগে ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। 

এমএইচ

×