আগুন নেভানোর চেষ্টা করছে দেশটির ফায়ার সার্ভিস
চীনের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৬ নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
চীনের সংবাদমাধ্যম জানায়, সোমবার (২১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
জানা যায়, মৃত ও নিখোঁজ ছাড়াও, দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে কারখানা কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি তারা।
এর আগে ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়।
এমএইচ