ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৯

প্রকাশিত: ১৭:১৬, ১৯ নভেম্বর ২০২২; আপডেট: ১৮:০৪, ১৯ নভেম্বর ২০২২

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৯

বিস্ফোরণে ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণপূর্বাঞ্চলীয় দ্বীপ শাখালিনের একটি ভবনে গ্যাস বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। বিস্ফোরণে ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা তাস বলেছে, শাখালিনের তিমোভস্কোয় শহরের একটি গ্রামে ১৯৮০’র দশকে ইটের তৈরি ভবনে গ্যাস বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ওই ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দু’জন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×