ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইস্তাম্বুলের বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩

প্রকাশিত: ১০:৪৫, ১৪ নভেম্বর ২০২২

ইস্তাম্বুলের বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩

চলছে উদ্ধার কাজ

তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিনিউতে বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন। 

স্থানীয় সময় রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন। 

ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইস্তিকলাল অ্যাভিনিউয়ে যে বিস্ফোরণ হয়েছে, তাতে ৬ জন প্রাণ হারিয়েছেন এবং ৫৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও পুলিশ কাজ করছে। তবে, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

সূত্র: আলজাজিরা।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×