ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টুইটার ’ছাড়ছেন’ ব্যবহারকারীরা, তাহলে যাচ্ছেন কোথায়?

প্রকাশিত: ১৫:২৯, ৭ নভেম্বর ২০২২; আপডেট: ১৫:৩০, ৭ নভেম্বর ২০২২

টুইটার ’ছাড়ছেন’ ব্যবহারকারীরা, তাহলে যাচ্ছেন কোথায়?

সামাজিক যোগাযোগমাধ্যম মাস্টোডন

বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর কিছু ব্যবহারকারী টুইটার 'ছেড়ে' অন্য এক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সাইনআপ করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে।

২০১৬ সালে যাত্রা শুরু হওয়া এই সামাজিক যোগাযোগমাধ্যমটি মাস্টোডন নামে পরিচিত। এত দিন সবার কাছে এটি অপরিচিত থাকলেও চলতি সপ্তাহ থেকেই তরতর করে বড় হচ্ছে প্রতিষ্ঠানটি। 

সোশ্যাল নেটওয়ার্ক বলছে, মাস্টোডনে এখন ৬ লাখ ৫৫ হাজারেরও বেশি ব্যবহারকারী রয়েছে। শুধু গত সপ্তাহেই এতে জয়েন করেছে ২ লাখ ২৩ হাজারের বেশি ব্যবহারকারী।

টুইটারের স্পষ্ট বিকল্প না থাকতে পারে, তবে মাস্টোডনের ইউজার ইন্টারফেস অনেকটাই টুইটারের মতো। তবে এই প্ল্যাটফর্মটি টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো একটিমাত্র কোম্পানি দ্বারা পরিচালিত হয় না; এটি পরিচালনা করে বিভিন্ন গ্রুপ বা ব্যক্তি।

মাস্টোডন একদিকে যেমন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়, অন্যদিকে এতে নেই কোনো বিজ্ঞাপনের উৎপাতও। 

মাস্টোডনের প্রতিষ্ঠাতা ইউজেন রোচকো। 

টিএস

×