ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টুইটারে কর্মী ছাঁটাইয়ের হিড়িক, বন্ধ অফিস

প্রকাশিত: ১৮:৫২, ৪ নভেম্বর ২০২২

টুইটারে কর্মী ছাঁটাইয়ের হিড়িক, বন্ধ অফিস

টুইটার

ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পর সেখানে কর্মরত কাউকে ছাঁটাই করা হবে কি-না, সে ব্যাপারে শুক্রবার (৪ অক্টোবর) সব কর্মীদের অবহিত করা হবে বলে টুইটার জানিয়েছে।

এদিকে, সংস্থাটির এক অভ্যন্তরীণ ইমেইলে বলা হয়েছে, ‘টুইটারের ভালোর জন্য কর্মী ছাঁটাই করা হবে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির অফিসগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।

জানা যায়, কর্মীরাও যতক্ষণ না জানতে পারছে যে চাকরি হারিয়েছে কি-না, ততক্ষণ অফিস ভবনে ঢুকতে পারবে না।

ইলন মাস্ক গত সপ্তাহে ৪৪ বিলিয়ন ডলার চুক্তিতে কোম্পানিটি কিনে নেওয়ার পর টুইটারের প্রধান নির্বাহী হতে যাচ্ছেন।

টুইটার ওই ইমেইলে বলেছে, ‘সামনের শুক্রবার আমরা বিশ্বব্যাপী আমাদের কর্মী সংখ্যা কমিয়ে আনার কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব। আমরা বুঝতে পারছি যে টুইটারের পেছনে যারা মূল্যবান অবদান রেখেছেন, তাদের অনেকের ওপর এটি নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু কোম্পানিটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে এমন দুর্ভাগ্যজনক পদক্ষেপটি নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

অফিস প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে সীমিত করা হবে উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, প্রত্যেক কর্মীদের নিরাপত্তা ও টুইটার সিস্টেম এবং গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অফিসের সকল কর্মীকে দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার মধ্যে একটি ইমেইল পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

টুইটার বলেছে, যাদের চাকরিতে এটির প্রভাব পড়বে না, তাদেরকে অফিসিয়াল ইমেইলের মাধ্যমে জানানো হবে। অন্যদিকে যাদের চাকরি চলে যাবে, তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে 'পরবর্তী পদক্ষেপ' সম্পর্কে জানানো হবে।

এর আগে ধারণা করা হয়েছিল যে টুইটারের আট হাজার জনবলের প্রায় অর্ধেকই ছাঁটাই হওয়ার দ্বারপ্রান্তে।

সামাজিক যোগযোগ মাধ্যমের এই প্লাটফর্মটি মুনাফা আয় করতে এখনও হিমশিম খাচ্ছে। তাই এক্ষেত্রে বেতন-ভাতা কমানো একটি সমাধান বলে এটি মনে করছে।

যুক্তরাজ্যে টুইটারের একজন সিনিয়র কম্যিনিটি ম্যানেজার সিমন বালমেইনের কাজের ল্যাপটপ ও স্ল্যাক মেসেজিং প্রোগামটি থেকে তিনি ইতোমধ্যে লগ-আউট হয়ে গিয়েছেন। তাই তিনি মনে করেন তারও চাকরি চলে গিয়েছে। তার অন্যান্য সহকর্মীদের ক্ষেত্রেও তেমনটি ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ছাঁটাইয়ের ফলে যে মেধা চলে যাবে, তা পুরো প্রযুক্তি শিল্পকে বদলে দিবে। আমরা সবাই সবার খবরাখবর রাখছি। আর আমাদের মধ্যে ভালোবাসা ও সমর্থন অবিশ্বাস্যভাবে অনেকে বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ বলেছে যে কিছু সিনিয়র কর্মীদের বলা হয়েছে তাদের নিজ নিজ দলে থাকা কর্মীদের ছাঁটাইয়ের তালিকা তৈরি করতে।

মাস্ক দায়িত্ব নেয়ায় টুইটারে বিনিয়োগ করেছে ক্রিপ্টো-কারেন্সি প্ল্যাটফর্ম বিনান্স। এর আগে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী, চ্যাংপেং ঝাও বলেন, ‘একটি অল্প সংখ্যক জনবল কাজকে আরও অর্থবহ করে তুলবে। দায়িত্ব গ্রহণের চুক্তির অংশ হিসেবে টুইটার বোর্ডের নয়জন সদস্য প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গিয়েছেন। আর নিজের মতে চলা মাস্ককে একমাত্র পরিচালক হিসেবে রেখে গিয়েছেন।’

এই পদক্ষেপের মাধ্যমে কোম্পানির উপর মাস্কের নিয়ন্ত্রণ আরো পোক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। যারা চলে যাচ্ছেন, তাদের মধ্যে ছিলেন চেয়ারম্যান ব্রেট টেলর এবং প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল।

প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালসহ অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিরাও টুইটার এরইমধ্যে ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

সূত্র: বিবিসি। 

এমএইচ

×