ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বঙ্গবন্ধুর মতো লড়াই করতে চান ইমরান খান

প্রকাশিত: ২১:২৭, ২ নভেম্বর ২০২২

বঙ্গবন্ধুর মতো লড়াই করতে চান ইমরান খান

শেখ মুজিবুর রহমান ও ইমরান খান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে চান।

মঙ্গলবার (১ নভেম্বর) পাকিস্তানের গুঞ্জরাওয়ালায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে এ কথা বলেন তিনি। 

ইমরান খানের দাবি, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান যেভাবে সত্যিকারের মুক্তির জন্য লড়াই করেছিলেন। তিনিও বর্তমানে সেভাবে লড়াই করছেন।

উপস্থিত সমর্থকদের উদ্দেশে ভাষণে ইমরান বলেন, নির্বাচনের পর আওয়ামী লীগকে ক্ষমতার কর্তৃত্ব দেওয়া হয়নি। এর ফলে পাকিস্তানের পূর্বাংশ তথা পূর্ব পাকিস্তান ‘বাংলাদেশ’ নামে স্বাধীন রাষ্ট্র হয়ে যায়।

সমাবেশে ইমরান খান তার বক্তৃতায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ‘নির্বাচনী ম্যান্ডেট’ দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল বলে দাবি করেন। যে কারণে দেশের পূর্বাঞ্চলের অর্ধেক পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ইমরান খান বলেন, জুলফিকার আলী ভুট্টোর ক্ষমতার লোভ সশস্ত্র বাহিনীকে তৎকালীন বৃহত্তম দল আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন। যে দলটি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জয় লাভ করেছিল। বর্তমানে নওয়াজ শরিফ এবং আসিফ জারদারি একই ভূমিকা পালন করছেন।

সূত্র: ডন। 
 

এমএইচ

×