ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ইমরানের লংমার্চ কভার করতে গিয়ে সাংবাদিক নিহত

প্রকাশিত: ১১:২৮, ৩১ অক্টোবর ২০২২

ইমরানের লংমার্চ কভার করতে গিয়ে সাংবাদিক নিহত

নারী সাংবাদিক সাদাফ নাইম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা লংমার্চ কভার করতে গিয়ে কন্টেইনারচাপায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল রোববার (৩০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লংমার্চ স্থগিত করা হয়।

নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম। তিনি চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন। 

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, ইমরান খানের সাক্ষাৎকার নিতে তার ট্রাকে ওঠার চেষ্টা করছিলেন সাদাফ। তবে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলে তার মাথার ওপর দিকে চাকা চলে যায়।

ওই সাংবাদিকের মৃত্যুর পর এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আমাদের লংমার্চ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় চ্যানেল ফাইভের রিপোর্টার সাদাফ নাইমের মৃত্যুতে আমি মর্মাহত ও গভীরভাবে শোকাহত।  

গত শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত এই লংমার্চ শুরু করে তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

এমএইচ

×