ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৬০

প্রকাশিত: ১৬:০৪, ২৪ অক্টোবর ২০২২; আপডেট: ১৯:৩৮, ২৪ অক্টোবর ২০২২

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৬০

বিমান হামলা

মিয়ানমারে সঙ্গীত উৎসবে বিমান হামলার ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে রবিবার (২৩ অক্টোবর) এ ঘটনা ঘটেছে বলে মিয়ানমারের এক সাংবাদিক টুইটারে জানিয়েছেন। এছাড়া দেশটির গণমাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে। 

স্পেনে নির্বাসিত মিয়ানমারের ওই সাংবাদিক মরাট কিয়াও থু তার করা পোস্টে বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় গত রাতে হপাকান্ত শহরের বিখ্যাত স্থানীয় কাচিন শিল্পী এবং কেআইএ সৈন্যসহ কমপক্ষে ৫০ জনের বেশি নিহত হয়েছেন। 

এর আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের কাচিন, শান-সহ বেশ কিছু প্রদেশ ফের অস্থিতিশীল হয়ে উঠেছে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×