ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

প্রকাশিত: ১৫:৪৫, ১৯ অক্টোবর ২০২২; আপডেট: ১৫:৪৫, ১৯ অক্টোবর ২০২২

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

মল্লিকার্জুন খাড়গে

কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে। প্রতিপক্ষ শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে দিয়েছেন তিনি। ফলে দু’দশক পর অ-গান্ধী সভাপতি পেল কংগ্রেস। 

সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭৮৯৭ ভোট।  প্রতিপক্ষ শশী থারুর পেয়েছেন ১০৭২ ভোট। অর্থাৎ ৬ হাজার ৮২৫ ভোটের ব্যবধানে জিতলেন খাড়গে। শেষবার কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছিল ২০০০ সালে। সে সময় সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন উত্তরপ্রদেশের নেতা জিতেন্দ্র প্রসাদ। সোনিয়ার বিরুদ্ধে জিতেন্দ্রর প্রাপ্ত ভোট তিন সংখ্যাতেও পৌঁছায়নি। 

কেরলের সাংসদ শুরু থেকেই এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন। বারবার অভিযোগ করেছেন, রাজ্য স্তরের নেতাদের কাছ থেকে বা শীর্ষ নেতাদের কাছ থেকে তিনি খাড়গের মতো সহযোগিতা পাচ্ছেন না। প্রচারে সাহায্য করা তো দূরের কথা কোনো কোনো রাজ্যে থারুরকে প্রচারে বাঁধা দেওয়ারও অভিযোগ উঠেছে। এমনকি ভোটের ফলপ্রকাশের দিনও উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং তেলেঙ্গানায় ভোটে বেনিয়মের অভিযোগ তুলেছেন থারুর। 

ফল ঘোষণার থারুর খাড়গেকে শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস নেতা টুইটে লিখেছেন, ‘কংগ্রেসের সভাপতি হওয়াটা বিরাট সম্মানের এবং দায়িত্বের। আমার আশা খাড়গেজি এই কাজে সফল হবেন। হাজারের বেশি সহকর্মীদের সমর্থন পাওয়াটা আমার জন্যও গর্বের।’ 

এমএইচ

×