ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খবর আল জাজিরা, রয়টার্স, দ্য গার্ডিয়ানের 

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ইউক্রেন

প্রকাশিত: ১৩:২১, ১৯ অক্টোবর ২০২২

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি

ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন দিয়ে মস্কো হামলা চালাচ্ছে। তাই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে এ বিষয়ে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করতে তিনি জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছেন।

সম্প্রতি রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে ইরানের তৈরি ড্রোন দিয়ে মস্কো হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন।

বলা হচ্ছে, ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। পশ্চিমা মিত্রদের সঙ্গে একমত পোষণ করে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়াকে ইরানের বিস্ফোরক ড্রোন সরবরাহ, জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন।

কিয়েভ ছাড়াও সোমবার দেশটির আরও দুটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে দেশটির শত শত গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজধানী কিয়েভে হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তেহরান মস্কোকে কামিকাজে ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করেছে।

ইউক্রেন হামলায় ব্যবহৃত এসব ড্রোন চিহ্নিত করেছে দেশটি। এগুলো মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি)-কে ইরানি শহীদ-১৩৬ অস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মঘাতী অভিযান চালানো জাপানি যোদ্ধা পাইলটদের নামানুসারে এগুলোকে কামিকাজে ড্রোনও বলা হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে তারা একদিনে কমপক্ষে ৩৭টি ড্রোন ধ্বংস করেছে। তবে রাশিয়াকে এই অস্ত্র সরবরাহ করার বিষয়টি অস্বীকার করেছে ইরান।

আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গ্যাটোপোলোস বলেছেন যে, এই অস্ত্রগুলো একটি অঞ্চলের ওপর ঘোরাফেরা করতে পারে হামলার স্থান শনাক্ত করার আগে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ধ্বংস হয়ে যায়।

এদিকে দিমিত্র কুলেবা এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার পুরো দায় তেহরানকেই নিতে হবে। ইউক্রেনীয়দের হত্যা করতে রাশিয়াকে সহায়তা করার জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন তিনি।

এরপরই ইরানের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানান ইউক্রেনের মন্ত্রী।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়ে একটি টুইট করেন দিমিত্রো কুলেবা। 

টুইটে তিনি লিখেন, আমি খুব সম্ভবত প্রথম পররাষ্ট্রমন্ত্রী যে বোমা আশ্রয় কেন্দ্র থেকে ইইউর পররাষ্ট্র কাউন্সিলে কথা বলছি, কারণ এয়ার রেইড সাইরেন বাজছে। আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং অস্ত্রের অনুরোধ জানিয়েছি। রাশিয়াকে ড্রোন দেওয়ায় ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেছি। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার নবম প্যাকেজ অবশ্যই শক্তিশালী হতে হবে।
 

টিএস

×