ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মিশিগানে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধিসহ ১৩ সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ১৪:৪৭, ১৮ অক্টোবর ২০২২; আপডেট: ১৫:১৭, ১৮ অক্টোবর ২০২২

মিশিগানে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধিসহ ১৩ সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান

ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত ১৩ সাংবাদিক সহ এক ব্লগারকে এওয়ার্ড প্রদান

প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে ও রাজনৈতিক খবরাখবর প্রকাশে অসামান্য অবদান রাখায় যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে এই প্রথম ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত ১৩ সাংবাদিক সহ এক ব্লগারকে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে বিরল সম্মানে ভূষিত করলো মিশিগান স্টেইট যুবলীগ। 

গতকাল রবিবার (১০/১৬/২০২২ইং) বিকেলে মিশিগানের হেমট্রামিক এলাকার মদিনা রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। সংশ্লিষ্ট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদোজ্জার জুনেদের সঞ্চালনায় এবং জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের নেতা মঞ্জুর শাফি এলিম | প্রধান বক্তা ছিলেন, মিশিগান স্টেইট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উদীয়মান সমাজকর্মী সাহিদুর রহমান চৌধুরী জাবেদ | এতে বিশেষ অতিথি ছিলেন, মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, সহ-সভাপতি সালেহ আহমেদ বাদল প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি লিডার ডক্টর রাব্বি আলম, আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি এমডি কামরুজ্জামান হেলাল, দৈনিক জনকণ্ঠ ও ডিজিটাল জনকণ্ঠ চ্যানেলের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, মিশিগান থেকে প্রকাশিত পত্রিকা বাংলা সংবাদের প্রকাশক ও সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক হেলাল উদ্দিন রানা,সাংবাদিক তোফায়েল রেজা সুহেল, সংশ্লিষ্ট যুবলীগের যুগ্ম সম্পাদক রুম্মান  আহমদ চৌধুরী ইভান সহ প্রমুখ ব্যক্তিবর্গ ।

এ সময় প্রধান অতিথি সহ যুবলীগ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, জাতির বিবেক | এই সাংবাদিকরা প্রবাস জীবনে এসেও তাদের পেশা সাংবাদিকতা অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করছেন এবং এই সাংবাদিকরাই অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ও রাজনৈতিক অঙ্গনের খবরাখবর তুলে ধরেন তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে | ফলে অতি সহজেই বাংলাদেশ সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে আমাদের নানা কর্মসূচি পালনের খবর | 

এজন্য সাংবাদিকদের সম্মানিত হওয়া দরকার। তবে অপসাংবাদিকতা পরিহার করার পাশাপাশি বস্তুনিষ্ট তথ্যের উপর সংবাদ পরিবেশনের জন্যও বক্তারা সাংবাদিকদের প্রতি জোড়ালো আহবান জানান। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা পক্ষে অটল থেকে দায়িত্ব পালনের জন্যও বক্তারা সাংবাদিকদেরকে অনুরোধ জানান।

 এদিকে মতবিনিময় সভা শেষে দৈনিক জনকণ্ঠ ও জনকণ্ঠ ডিজিটাল চ্যানেল যুক্তরাষ্ট্র প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন ছাড়াও আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, মিশিগান সুপ্রভাত সম্পাদক চিন্ময় আচার্যী দেবু, মিশিগান বাংলা সংবাদের সম্পাদক ইকবাল ফেরদৌস, মিলিনিয়াম টিভির প্রধান ডক্টর রাব্বি আলম, সাংবাদিক আশিকুর রহমান আশিক, গ্লোবাল টিভির সংবাদদাতা সৈয়দ আসাদুজ্জামান সুহান, সাংবাদিক সাহেল আহমেদ, সাংবাদিক তোফায়েল রেজা সুহেল, দৈনিক মানব জমিনের সংবাদদাতা হেলাল উদ্দিন রানা, মিশিগান থেকে প্রকাশিত বাংলা সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইকবাল ফেরদউস, গ্লোবাল টিভির সংবাদদাতা সৈয়দ আসাদুজ্জামান সুহান, সাংবাদিক ফারজানা চৌধুরী পাপড়ি, নিউজ টুয়েন্টি ফোর সংবাদদাতা জুয়েল খান, ভয়েস অব মিশিগানের সংবাদদাতা শফিকুর রহমান, সাংবাদিক শফিক উদ্দিন, ফয়সাল আহমেদ মুন্নাকে এওয়ার্ড প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে ব্লগার ও কমিউনিটি লিডার নাজেল হুদা নাজকেও এওয়ার্ড প্রদান করা হয় | এদিকে অনুষ্ঠান শেষে  জনকণ্ঠকে দেয়া পৃথক সাক্ষাৎকারে মিশিগান যুবলীগের বর্তমান সভাপতি জাহেদ মাহমুদ আজিজ সুমন, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ ও সাবেক সভাপতি সাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, সাংবাদিকতার মতো গুরু দায়িত্ব পালন করে আমাদের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, বাংলাদেশী কমিউনিটি ও মুক্তিযুদ্ধের চেতনা আর প্রগতি সহ বর্তমান সরকারের খবরাখবর তুলে ধরে জাতির বিবেক হিসেবে পরিচিত এই কলম সৈনিকরাই বড় ধরণের ভূমিকা পালন করছেন | এজন্য সাংবাদিকদেরকে সম্মানিত করা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মাঝে আরো সুসম্পর্ক গড়ে তোলার জন্যই আজকের এই মহতী উদ্দ্যোগ।

জনকণ্ঠের অপর এক প্রশ্নের জবাবে যুবলীগ নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, নিউইয়র্কে পালিয়ে থাকা বাংলাদেশের যুদ্ধাপরাধী হবিগঞ্জের লিয়াকত আলীকে দ্রুত ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি দাবি জানান।


 

টিএস

×