ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খবর এএফপির 

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের উত্তেজনার মাঝেই ন্যাটোর পারমাণবিক মহড়া

প্রকাশিত: ১৬:০৯, ১৭ অক্টোবর ২০২২

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের উত্তেজনার মাঝেই ন্যাটোর পারমাণবিক মহড়া

পারমাণবিক অস্ত্র

ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার হুমকির জেরে সৃষ্ট তুমুল উত্তেজনার পর পারমাণবিক  মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। 

সোমবার পশ্চিম ইউরোপে শুরু হওয়া এই মহড়া পুরো অক্টোবর জুড়ে চলবে বলে জানিয়েছে ন্যাটো।

তবে ৩০ দেশের এই সামরিক জোট জোর দিয়ে বলেছে, ন্যাটোর নিয়মিত এবং পুনরাবৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। মস্কো ইউক্রেন আক্রমণ করার আগেই এই মহড়ার পরিকল্পনা করা হয়েছিল এবং বর্তমান পরিস্থিতির সাথে এর কোনও সংশ্লিষ্টতা নেই।

মহড়ায় দূরপাল্লার মার্কিন বি-৫২ বোমারু বিমান এবং ৬০টির বেশি যুদ্ধবিমান অংশ নেবে। মহড়া চলাকালীন বেলজিয়াম, যুক্তরাজ্য এবং উত্তর সাগরের আকাশজুড়ে এসব বিমান নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবে।

ইউক্রেনে রুশ সৈন্যদের বিপর্যয়ের কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক তর্জন-গর্জন বৃদ্ধি পেলেও মহড়া বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

গত সপ্তাহে ন্যাটোর এই মহাসচিব বলেছেন, আমরা যদি এখন হঠাৎ করে ইউক্রেন যুদ্ধের কারণে একটি নিয়মিত, দীর্ঘ-সময়ের পরিকল্পিত মহড়া বাতিল করি, তাহলে সেটি অত্যন্ত ভুল সংকেত পাঠাবে।

‘আমাদের বুঝতে হবে ন্যাটোর দৃঢ়, অনুমেয় আচরণ, আমাদের সামরিক শক্তিই উত্তেজনা প্রতিরোধের সর্বোত্তম উপায়।’


 

টিএস

সম্পর্কিত বিষয়:

×