জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস
হাইতির নিরাপত্তাহীনতা দূর করতে দেশটিতে অবিলম্বে বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। সোমবার (১০ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে তিনি এ আহ্বান জানান।
হাইতিতে তীব্র রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও স্বাস্থ্য সংকট চলছে যা দেশটিকে পঙ্গু করে দিয়েছে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে।
সরকারের জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ১১ সেপ্টেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ ও লুটপাট চলার কারনে তীব্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
গুতেরেস তার চিঠিতে সরবরাহ ও সেবা নিশ্চিতে, পরিবহন অবকাঠামো ও তের টার্মিনালের নিরাপত্তা এবং সংঘবদ্ধ সহিংসতা মোকাবিলায় নিরাপত্তা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘ শুক্রবার জানিয়েছে, অন্তত ১২ জন কলেরা রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে এবং আরো ১৫২ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন হাইতিতে জাতিসংঘের আবাসিক ও মানবিক বিষয়ক সমন্বয়কারী আলরিকা রিচার্ডসন।
এমএইচ