ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

উত্তর কোরিয়ার ফের ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রকাশিত: ১২:১৩, ৬ অক্টোবর ২০২২

উত্তর কোরিয়ার ফের ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দার পর আরও ২টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

 বৃহস্পতিবার (৬ অক্টোবর) এই পরীক্ষা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র ২টি জাপানের দিকে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।

বিবিসি জানিয়েছে, গত ২ সপ্তাহের কম সময়ে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো ক্ষেপণান্ত্র পরীক্ষা চালালো।

এর আগে গত মঙ্গলবার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পরমাণু শক্তিধর দেশটি।

সেই ক্ষেপণাস্ত্রটিও জাপানের ওপর দিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছিল।

দ্য জাপান টাইমস জানিয়েছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিরে এসেছে।

 এসআর

×