ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষে নিহত ১৭৪

প্রকাশিত: ১১:২৩, ২ অক্টোবর ২০২২; আপডেট: ১৩:৩২, ২ অক্টোবর ২০২২

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষে নিহত ১৭৪

খেলায় হারের বিষয়টি মেনে নিতে না পারায় এ সংঘর্ষ বাধে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাং শহরে ফুটবল খেলায় দুই পক্ষের সংঘর্ষে পদদলিত হয়ে ১৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮০ জন। স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এবারই প্রথম হারায় তারা হার মেনে নিতে পারেনি। 

দেশটির পুলিশ জানিয়েছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ফলে দর্শকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি শুরু করলে পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটে। 

প্রাথমিক প্রতিবেদনে মৃতের সংখ্যা প্রায় ১৩০ জন বলে উল্লেখ করা হয়। কিন্তু এক বিবৃতিতে পূর্ব জাভার ডেপুটি গভর্নর এমিল দারদাক ১৭৪ জন মারা গেছেন বলে ঘোষণা দেন।  স্টেডিয়ামের ভেতরে ৩২ জন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে অন্যদের।

এদিকে, এ ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির সরকার। তদন্ত না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার শীর্ষ লিগের সব ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো।

দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী জাইনুদিন আমালি বলেন, দুঃখজনক এ ঘটনা এমন সময় ঘটলো, যখন ফুটবল প্রেমীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

 

সূত্র: আলজাজিরা, বিবিসি।

এমএইচ

×